বেসরকারি টেলিভিশন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ রোববার দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে মোস্তফা কামাল সৈয়দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বলে গত শুক্রবার জানিয়েছিলেন টেলিভিশন চ্যানেলটির একজন বিশেষ প্রতিনিধি।
তিনি বলেন, ‘এর আগে এনটিভির দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান, দুজন নিউজ প্রেজেন্টার, একজন মেকআপম্যান, অনুষ্ঠান বিভাগের আরও তিনজনসহ মোট ১৫ জন আক্রান্ত হন।’
এর আগে দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ন কবীর খোকন করোনায় মারা যান। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।
সুত্র: আমাদের সময়
প্রতিনিধি