Home » করোনা : সিলেটে ৮৩ দিনে ১৮ মৃত্যু, আক্রান্ত সাড়ে ৯ শ’

করোনা : সিলেটে ৮৩ দিনে ১৮ মৃত্যু, আক্রান্ত সাড়ে ৯ শ’

করোনা সিলেট বিভাগে ৮৩ দিনে একে একে কেড়ে নিলো ১৮টি প্রাণ। সর্বশেষ আজ রবিবার (৩১ মে) সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। এ নিয়ে সিলেটে বিভাগে ১৮ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে শুধু সিলেট জেলায় মারা গেছেন ১৪ জন। বাকিদের ৩ জন মৌলভীবাজার ও ১ জন হবিগঞ্জের।

অপরদিকে, সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৯ শ’ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর দৈনিক প্রতিবেদন অনুযায়ী- আজ রোববার (৩১ মে) সকাল ৮টা পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ৯৪৭। এর মধ্যে সিলেট জেলায় ৫৪৩, সুনামগঞ্জে ১৪৪, হবিগঞ্জে ১৭১ ও মৌলভীবাজার জেলায় ৯৮ জন।

হাসপাতালে ভর্তি আছেন ১২২ করোনা রোগী। তার মধ্যে সিলেটে ৫১, সুনামগঞ্জে ৩৮, হবিগঞ্জে ৩১ ও মৌলভীবাজারে ২ জন।

এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে আজ সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ২৫০ জন। এর মধ্যে সিলেটে ৫৯, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৭ ও মৌলভীবাজারে ৪৩ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১২৫২৯ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১১০৫৮ জনকে।

বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৪৭১ জন। এর মধ্যে সিলেটে ৪৪১, সুনামগঞ্জে ৪৮৭, হবিগঞ্জে ১৮৫ ও মৌলভীবাজারে ৩৫৮ জন।

এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২৪০ জন। এর মধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ৩০, হবিগঞ্জে ১১৯ ও মৌলভীবাজারে ১৪ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *