সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ শনিবার (৩১ মে) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ৯০৫ জন। এরমধ্যে মারা গেছেন ১৭ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সিলেট জেলায় ৪৯২, সুনামগঞ্জে ১৪৪, হবিগঞ্জে ১৭১, মৌলভীবাজারে ৯৮ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেটে ৩৮, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ৩২, মৌলভীবাজারে ২ জন করোনা রোগী।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন আরও জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৭ জন। এরমধ্যে সিলেটে ১৩, মৌলভীবাজারে তিনজন এবং হবিগঞ্জে একজন। তবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখনো সুনামগঞ্জের কোন রোগী মারা যাননি।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২১৬ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৫৩, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৬, মৌলভীবাজারে ১৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
বার্তা বিভাগ প্রধান