করোনাভাইরাস বা কোভিড-১৯ এ সংক্রমিত ডা. জাফরুল্লাহ চৌধুরী প্লাজমা থেরাপি নিয়েছেন। প্লাজমা থেরাপি নেয়ায় খুব ভালো কার্যকারিতা লক্ষ্য করেছেন উল্লেখ করে তিনি বলেছেন, ‘করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি ম্যাজিকের মতো কাজ করে। নিজে এটা নিয়ে তা বুঝতে পারছি। প্লাজমা থেরাপি নেওয়ার পর চাঙ্গা হয়ে উঠেছি।’
ফলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন প্লাজমা ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়েছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘প্লাজমা থেরাপি সব করোনা রোগীর পাওয়া দরকার। শুধু আমরা কয়েকজন সুবিধা পাবো, আর দেশের অন্যরা বঞ্চিত থাকবে, তা হতে পারে না।’
জাফরুল্লাহ চৌধুরী বৃহস্পতিবার (২৮ মে) বিকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে প্লাজমা থেরাপি নেন।
এর আগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে নোভেল করোনা ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়।
বার্তা বিভাগ প্রধান