Home » নতুন জুতার বিড়ম্বনা, বাঁচবেন যেভাবে

নতুন জুতার বিড়ম্বনা, বাঁচবেন যেভাবে

ডেস্ক নিউজ:

শখ করে কেনা নতুন জুতা পরে বের হওয়ার একটু পরেই আবিষ্কার করলেন গোড়ালির কাছে ফুলে ফোসকা পড়ে গেছে! নতুন জুতার কারণে পায়ে ফোসকা পড়ে যাওয়া কিংবা পায়ের বুড়ো আঙুল টনটন করার সমস্যায় পড়তে হয় প্রায়ই। জেনে নিন এ ধরনের বিড়ম্বনা থেকে বাঁচার কিছু উপায়।

জুতা কেনার আগে খুব ভালো করে সাইজ পরখ করে নিতে ভুলবেন না।

নতুন জুতা পরার আগে দুই জুতোর সোলকে একদিকে করে বারকয়েক আঘাত করে নিন। শিথিল হবে জুতার সোল।

বাইরে পরার আগে কিছুক্ষণ ঘরের মধ্যেই ব্যবহার করুন নতুন জুতা।

জুতার যেখানে গোড়ালির অংশ থাকে সেখানে পাতলা নরম কাপড়ের টুকরা রাখুন।

জুতা পরার আগে পায়ে ময়েশ্চারাইজার মেখে নিন। ফোসকা পড়বে না।

জুতায় সামান্য সরিষার তেল মাখিয়ে নিন। এটিও ফোসকার হাত থেকে বাঁচাবে আপনাকে।

বেবি পাউডার মেখে নিন পায়ের পাতায়। পা ঘামবে না।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *