মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম.শাহরিয়ার কবির সেলিমের রোগ মুক্তি কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে ) জুমার নামাজের পর কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া জামে মসজিদে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ও রোটারেক্ট ক্লাব অফ সিলেট ভ্যালির,সাধারণ সম্পাদক ওয়াশিম আহমেদ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,, বরমচালের ৭নং ওয়াডের সাবেক ইউ,পি সদস্য মো বাতির মিয়া ও মো সাজ্জাদ আলী (সাজু), সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তানুন খান ও নাফিউল ইসলাম (অভি),৫নং ওয়ানডের যুবলীগের সহ-সভাপতি কাওছার আহমেদ ও বরমচাল ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদির (রনি),রোটারেক্ট ক্লাব অফ সিলেট ভ্যালির যুগ্ন-সম্পাদক এম এ শুকুর ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম সায়মন,ছাত্রলীগ নেতা শাহ আলম (সানি),মো মামুন প্রমুখ
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব সৈয়দ গোলাম মুস্তাফা দোয়া করার সময় মাওলানা সাহেব কান্নারত অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট মহানগর শ্রমিকলিগের সভাপতি এম.শাহরিয়ার কবির সেলিমের সুস্থতা কামনা করেন এবং করজোড়ে কন্ঠে উনাদের সুস্থতার জন্য দোয়া করেন ।