আক্রান্তদের মধ্যে সিলেট জেলারই হয়েছেন ৪৩০ জন, সুনামগঞ্জে ১২৭ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজার জেলায় ৯৮ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন মোট ১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ৩ জন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০১ জন। এর মধ্যে সিলেটে ৪৪ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৮২ জন ও মৌলভীবাজারে ১৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ২১৯ জন।
এছাড়া সিলেট বিভাগে কোয়ারেন্টিনে রয়েছেন মোট ১ হাজার ৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছেন ১০৯ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১০৩ জন।
বার্তা বিভাগ প্রধান