Home » সিলেটে মহামারি আকার ধারণ করেছে করোনা, আক্রান্তের সংখ্যা ৮২৬

সিলেটে মহামারি আকার ধারণ করেছে করোনা, আক্রান্তের সংখ্যা ৮২৬

আক্রান্তদের মধ্যে সিলেট জেলারই হয়েছেন ৪৩০ জন, সুনামগঞ্জে ১২৭ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজার জেলায় ৯৮ জন।

সিলেট বিভাগে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন মোট ১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ৩ জন।

এখন পর্যন্ত সিলেট বিভাগে আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০১ জন। এর মধ্যে সিলেটে ৪৪ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৮২ জন ও মৌলভীবাজারে ১৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ২১৯ জন।

এছাড়া সিলেট বিভাগে কোয়ারেন্টিনে রয়েছেন মোট ১ হাজার ৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছেন ১০৯ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১০৩ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *