সিলেট জেলায় মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্তের রেকর্ড ভেঙ্গে গেছে। বৃহস্পতিবার (২৮ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে ।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় ।
তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৫১টি নমুনার ফল আসে পজিটিভ। যা সিলেট জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এদিকে একইদিন (২৮ মে) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ১৮ জনের শরীরো করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বোচ্চ সংখ্যক করোনার রোগী শনাক্তের পর সিলেটের অবস্থা ভয়াবহ দিকে যাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন ২৪ ঘণ্টার ব্যবধানে যেভাবে করোনা রোগীর সংখ্যা সিলেটে বাড়ছে অচিরে সিলেট রেড জোনে পরিণত হবে বলে মনে করছেন।
বার্তা বিভাগ প্রধান