সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক করোনা আক্রান্ত আজাদুর রহমান আজাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার সকালে কাউন্সিলর আজাদের জ্বর বেড়ে যাওয়ায় অস্বস্তিবোধ করতে থাকেন। ফোনে চিকিৎসকদের সাথে কথা বললে তারা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে দেখেছেন। চিকিৎসকরা জানিয়েছেন কাউন্সিলর আজাদের শারীরিক অবস্থা ভালো আছে। তাকে নিয়ে দু:শ্চিন্তার কোন কারণ নেই।