Home » সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আসমা কামরান করোনা আক্রান্ত

সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আসমা কামরান করোনা আক্রান্ত

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আসমা কামরান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।বুধবার (২৭ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে তাঁকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনাকালের শুরু থেকেই মানুষের সহায়তায় কাজ করে আসছেন। দলীয় এবং ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসহায়তা নিয়ে অসহায় মানুষের দরজায় ছুটে গেছেন তারা। এছাড়াও তাদের সন্তান ডা. আরমান আহমদ শিপলু ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। সিসিকের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য তাঁর স্বামী বদর উদ্দিন আহমদ কামরানের ত্রাণ তৎপরতা কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে করোনার শুরু থেকে মানুষের পাশে থাকার কোনো এক সময় কারও দ্বারা তিনি সংক্রমিত হয়েছেন আসমা কামরান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *