সোমবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। একই মাসে (৭ মে) ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও জন্মদিন। মূলত বাংলা সংস্কৃতির এই দুই মহারথীকে উৎসর্গ করে গান বাঁধলেন জুলি ও নির্ঝর চৌধুরী।
মজার তথ্য হলো, দুই কবির বিখ্যাত দুটি গানকে নতুন করে তারা বাঁধলেন এক সুতোয়। এই কাজটিতে সহযোগিতা করেছেন সংগীতশিল্পী বালাম। যা প্রকাশ হলো চাঁদরাতে (২৪ মে), জুলির ইউটিউব চ্যানেলে।
শুধু সংগীতায়োজনই নয়, গানটির ভিডিও তৈরিতেও পুরো সহযোগিতা করেছেন বালাম।
‘আমার মন কেমন করে’ এবং ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’ শিরোনামের বিখ্যাত এ দুটি গান কোলাজ করে তৈরি নতুন এই গানটির শিরোনাম ‘আ ট্রিবিউট টু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম’।
নির্ঝর জানালেন গানটি তৈরির পরিকল্পনার কথা। বলেন, ‘জুলি ও আমি সপ্তম শ্রেণি থেকে বন্ধু। আমরা ছায়ানটেও একসঙ্গে গান শিখেছি। যখন লকডাউন শুরু হলো তখন থেকেই আমরা পরিকল্পনা করছিলাম কিছু করার। এরমধ্যে জুলি দুই কবিকে নিয়ে গান তৈরির কথাটি বলে। পরে আমি গান দুটি নির্বাচন করে দিই। বালাম ভাই তার সবটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেন।’
বার্তা বিভাগ প্রধান