Home » সুবিদবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

সুবিদবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সুবিদ বাজারস্থ পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক আমির হোসেন (২৫) সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন তেমুখি ইনাতাবাদ এলাকার সুলতান আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা। তিনি জানান, বাইসাইকেল যোগে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন আমির হোসেন। তখন কয়েকজন যুবক তাকে পথরোধ করে তার বাম পায়ের উরুতে বড় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা আর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব-শত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। নিহত যুবকের মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। তাই এটি ছিনতাইর উদ্দেশ্যে হামলা নয় বলে ধারণা করা যাচ্ছে। আসল রহস্য ক্ষতিয়ে দেখছে পুলিশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *