Home » মোগলাবাজার থানা পুলিশ অভিযান ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

মোগলাবাজার থানা পুলিশ অভিযান ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

আজ ২৬/০৫/২০২০ সকাল বেলা গোপনসূত্রে মোগলাবাজার থানা পুলিশের কাছে সংবাদ আসে যে মাদক ব্যবসায়ী গাড়ীযোগে ফেঞ্চুগঞ্জ দিক থেকে মাদক (গাঁজা) নিয়ে সিলেট শহরে ঢুকবে। সে থেকে অপেক্ষার প্রহর। এক পর্যায়ে ২৬/০৫/২০২০খ্রিঃ অনুমান ০৭:৩০ ঘটিকা এসআই/পলাশ কানু সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের প্যারাইরচক নামক স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন। ঠিক সেই মূহুর্তে দেখতে পান একটি প্রাইভেটকার ফেঞ্চুগঞ্জ এর দিক থেকে সিলেট অভিমুখী আসিতেছে। মূহুর্তেই সতর্ক অবস্থানে গাড়ী থামানোর চেষ্টা। চতুর মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে একটু দূরে গাড়ী থামালে একজন মাদক ব্যবসায়ী গাঁজার বস্তা নিয়ে প্রাইভেটকার থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এসআই/পলাশ কানু সঙ্গীয় ফোর্সের সহায়তায় জীবনের ঝুঁকি নিয়ে তাকে মাদকের বস্তা সহ আটক করেন। ইত্যবৎসরে গাঁজা বহন করা প্রাইভেটকার চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালাইয়া সিলেট শহরের দিকে পালাইয়া যায়। ০৩ কেজি গাঁজা সহ আটককৃত গাঁজা ব্যবসায়ী আয়াজ আলী (৫২), পিতা-মৃত জাবেদ আলী, সাং-ভাদেশ্বর পূর্বভাগ (ফকিরটুল), থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটকে জিজ্ঞাসাবাদে জানা যায় গাঁজা বহন করা চালকের নাম সালেহ আহমদ তার বাড়ী ফেঞ্চুগঞ্জ এলাকায়। পলাতক আসামীকে গ্রেফতার ও গাড়ী আটকের চেষ্টা চলছে। এ সংক্রান্তে মোগলাবাজার থানার মামলা নং-১৭, তারিখ-২৬/০৫/২০২০খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ রুজু করা হইয়াছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *