Home » সিলেটের ওসমানীনগরে এসিল্যান্ডসহ দু’জনের শরীরে করোনাভাইরাস

সিলেটের ওসমানীনগরে এসিল্যান্ডসহ দু’জনের শরীরে করোনাভাইরাস

সিলেটের ওসমানীনগরে এসিল্যান্ডসহ আরও দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

করোনায় আক্রান্ত হওয়া নতুন এই দুজনসহ ওসমানীনগরে এখন মোট করোনায় আক্রান্ত হলেন ১১ জন।

সোমবার রাত ১১টার দিকে প্রাপত রিপোর্টে এ তথ্য পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী জানান, সোমবার রাত ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্টে ওসমানীনগর উপজেলার এসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) এবং উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দে এক নারীর করোনা শনাক্ত হয়। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরাইল গ্রামে। তিনি উপজেলার দুলিয়ারবন্দ এলাকায় এক প্রবাসীর বাসায় ভাড়া থাকেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *