Home » ছুটে আসছে নতুন পঙ্গপাল বাহিনী

ছুটে আসছে নতুন পঙ্গপাল বাহিনী

করোনাকালে আরও একটি বড় বিপদের নাম পঙ্গপাল। বিশ্বের অনেক দেশ এই ফড়িং সদৃশ পোকার কাছে অনেকটাই অসহায়।
এদিকে এই ক্ষুদ্র পঙ্গপালের হানায় যখন ভারত, পাকিস্তান ও ইরান নাস্তানাবুদ, তখন আফ্রিকা থেকে ছুটে আসছে আরেকটি বাহিনী। তাদের গতিপথ কোন দিকে? ভারতের কর্মকর্তারা বলছেন আফ্রিকান এ বাহিনীটি ভারতে ঢুকবে। এরমধ্যে গত ৮ মে থেকে গুজরাটের ১০ জেলায় ৬২ গ্রামে হানা দিয়েছে পঙ্গপাল।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কর্মকর্তারা বলেছেন, পঙ্গপালের বাহিনীটি ভারত ও পাকিস্তানের দিকে ধেয়ে আসছে। এখানে তারা আরও কয়েকটি ঝাঁকের সঙ্গে একত্রিত হয়ে হামলে পড়বে।
এপ্রিলে এফএও’র পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, মরুর পঙ্গপাল যারা এ বসন্তে পূর্ব আফ্রিকা, ইয়েমেন ও দক্ষিণ ইরানে হানা দিয়েছে। আফ্রো-এশীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্যও তারা বড় হুমকি হয়ে উঠতে পারে।

সূত্র: আইএএনএস

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *