করোনাকালে আরও একটি বড় বিপদের নাম পঙ্গপাল। বিশ্বের অনেক দেশ এই ফড়িং সদৃশ পোকার কাছে অনেকটাই অসহায়।
এদিকে এই ক্ষুদ্র পঙ্গপালের হানায় যখন ভারত, পাকিস্তান ও ইরান নাস্তানাবুদ, তখন আফ্রিকা থেকে ছুটে আসছে আরেকটি বাহিনী। তাদের গতিপথ কোন দিকে? ভারতের কর্মকর্তারা বলছেন আফ্রিকান এ বাহিনীটি ভারতে ঢুকবে। এরমধ্যে গত ৮ মে থেকে গুজরাটের ১০ জেলায় ৬২ গ্রামে হানা দিয়েছে পঙ্গপাল।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কর্মকর্তারা বলেছেন, পঙ্গপালের বাহিনীটি ভারত ও পাকিস্তানের দিকে ধেয়ে আসছে। এখানে তারা আরও কয়েকটি ঝাঁকের সঙ্গে একত্রিত হয়ে হামলে পড়বে।
এপ্রিলে এফএও’র পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, মরুর পঙ্গপাল যারা এ বসন্তে পূর্ব আফ্রিকা, ইয়েমেন ও দক্ষিণ ইরানে হানা দিয়েছে। আফ্রো-এশীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্যও তারা বড় হুমকি হয়ে উঠতে পারে।
সূত্র: আইএএনএস