ঈদ মানেই আনন্দ, ভ্রাতৃত্ব আর ভালোবাসায় একে অপরের সঙ্গে আনন্দ ও খুশি ভাগাভাগি করে নেওয়া তাই করোনা বিপর্যয়ে বিপন্নদের মধ্যে রবিবার (২৪ মে) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন যুব সংগঠক ও সমাজকর্মী তানভীর আনজুম তুষার।
সমাজকর্মী তানভীর আনজুম তুষার বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে সরকার মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। ফলে সকলের মতো দিনমজুর মানুষের পরিবার গুলো খাবার সংকটে পড়েছে। ক্ষুদ্র পরিসরে হলেও অসহায় এই মানুষদের পাশে দাড়াতে পেরে আনন্দ অনুভব করছি। এই সময় আরো উপস্থিত ছিলেন এস.এম ওমর ফারুক, আমিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মানজিদ, নাঈম আদিব, ইউসুফ শেখ, আহমেদ সিফাত প্রমুখ।