করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া সেই বৃদ্ধ ব্যক্তির করোনা রোগ ছিলো। গতকাল শনিবার (২৩ মে) দুপুরে তিনি মারা যান। এর আগে শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে তিনি শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। মারা যাওয়া এই বৃদ্ধ ব্যক্তি সিলেট শহরতলির আখালিয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান নিশ্চিত করে বলেন সিলেট আখালিয়া এলাকার ওই বাসিন্দা শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার শরীরের অবস্থা খারাপ পর্যায়ে ছিলো, শ্বাসকষ্ট বেশি ছিলো- শনিবার দুপুরেই তিনি মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, মৃত্যুর পরে ওই বৃদ্ধের শরীরের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয় এবং শনিবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।
বার্তা বিভাগ প্রধান