ভাইরাস করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে কর্মহীন পরিবার গুলো । দু’মাস ধরে কাজকর্ম বন্ধ থাকায় তাদের ঘরে আহার তুলাও অনেকটা কষ্ট হয়ে পড়েছে।
ঈদের খুশী রাঙিয়ে দিতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে “শ্যাডো হিউম্যানিটি সোশ্যাল অরগানাইজেশন” অসহায় শিশুদের ঈদের উপহার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) নগরীর রেলস্টেশন এলাকায় ২০ টি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে উপহার দেওয়া হয় ।
এই সময় সংগঠনের সভাপতি জইন উদ্দিন জয় এর পরিচালনায় উপস্থিত ছিলেন সাজ্জাদ আহমেদ, ইসমাইল হোসাইন মুন্না, হুমায়ুন রশিদ, আল-রিয়াজ, মাজিদুল ইসলাম সাহেল, মুহিবুর রহমান, শাহিন আহমেসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতি জইন উদ্দিন জয় বলেন করোনার কারণে থমকে গেছে সব কিছু। থেমে গেছে আমাদের মুখের হাসি। দিনদিন বাড়ছে হাহাকার। অনেকের ঘরে খাবার তুলাই দুঃস্ব হয়ে গেছে।এর মধ্যেও গত ২৭ মার্চ থেকে শুরু করে আমরা প্রতিদিন মধ্যবিত্ত, অসহায়, হত-দরিদ্র মানুষগুলোকে খাদ্যে সামগ্রী উপহার দিয়েছি এবং যতদিন রিকুয়েষ্ট আসবে আমাদের কাছে আমরা দিব, এবারের ঈদে কাপড় কিনা হবে কি না তাদের ! তা আমাদের জানা নেই। ঈদের দিনে সুবিধাবঞ্চিতদের মধ্যে খুশী ফিরতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।