সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে এক বাংলাদেশিকে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালা মিয়া (৩৭) জাফলংয়ের নয়াবস্তির বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ।
ওসি জানান, জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে লাকড়ি কুড়াতে গিয়েছিলেন কালা মিয়া। ওই সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন। ওসি আব্দুল আহাদ আরো জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।