Home » নূর মদিনা হ্যান্ডসের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নূর মদিনা হ্যান্ডসের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঈদ নিয়ে আসুক সুখ- শান্তির আর সমৃদ্ধির বার্তা।অভুক্ত, শান্তি, সুন্দর ও সমৃদ্ধির প্রত্যয় নিয়ে নূরে মদিনা হ্যান্ডসের আবির্ভাব।সে প্রত্যয়ের দিকে লক্ষ্য করে বড় পলির গাঁও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাকেশ্বর পূর্বপাড়া,মাঝপাড়া,পশ্চিমপাড়া, বড় পলির গাঁও, ছোট পলির গাঁও,মির্জাপুর(গজাইল),কহল্লা ও সদরপুরের ১০৮ টি মুসলিম পরিবার ও ১৮ টি সনাতন ধর্মাবলম্বী মধ্যে ঈদ উপহার ও শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়।
এ মহতি কাজের পিছনে ছিল নূরে মদিনা হ্যান্ডসের এক দল চৌকস ও দক্ষ কর্মী এবং প্রবাসী মানবতা দরদী হৃদয়বান ভাই-বোন।

বিশেষভাবে প্রবাসীদের মধ্যে যাঁরা সহযোগিতা করেছেন তাঁরা হলেন:আমেরিকা প্রবাসী রানী তাযকিয়া,শিপন আহমদ,ফয়ছল ও তার পরিবারের সদস্যবৃন্দ।
লন্ডন প্রবাসী ফকির মাসুম আহমদ,আজবর আলি ও মোছাঃ ছাবিনা বেগম দম্পতি ,সাইফুল ইসলাম,আলি হাসান,আসকির মিয়া চৌধুরী,রাহেল চৌধুরী,হাবিব আলী,মুহাম্মদ আলি ও মুক্তার আলি।ফ্রান্স প্রবাসী আব্দুল ওয়াহিদ ঝুনু।কাতার প্রবাসী আবুল বাশার।

দেশ থেকে সহযোগিতা করছেন নজরুল ইসলাম উজ্জ্বল ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ভাই-বোন।

যোগাযোগ:
নূরে মদিনা হ্যান্ডস
লাকেশ্বর বাজার,ছাতক,সুনামগঞ্জ
ইমেল:Nooemodinahands@gmail.com

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *