সিলেট কেন্দ্রীয় কারাগারের দুই কারারক্ষী ও এক কারা সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। সিলেট কেন্দ্রীয় কারাগারের একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ সূত্র আরও জানায়, আক্রান্তরা আগেই কোয়ারেন্টাইনে ছিলেন। আজ(২০মে) বুধবার হয়তো তাদেরকে আইসোলেশনে নেয়া হতে পারে।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বন্দি মারা যাওয়ার পর শনিবার (১৬ মে) সিলেট সিভিল সার্জনের একটি টিম সিলেট কেন্দ্রীয় কারাগারের ১৮ কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করা করেছিল।
প্রসঙ্গত, ১০ মে (রোববার) সিলেট কেন্দ্রীয় কারাগারের এক হাজতি করোনা উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পরদিন সোমবার (১১ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।
আহমদ হোসেন (৫৫) নামের ওই ব্যক্তি কানাইঘাট থানার একটি খুনের মামলায় গত দুই মাস ধরে জেল-হাজতে ছিলেন। তার গ্রামের বাড়ি কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউপির ঘড়াইগ্রামে।
বার্তা বিভাগ প্রধান