Home » সিলেটে আরো ২১ জনের করোনার অস্তিত্ব পাওয়া গেছে

সিলেটে আরো ২১ জনের করোনার অস্তিত্ব পাওয়া গেছে

মঙ্গলবার (১৯ মে) সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষায় নতুন করে এই ২১ জনের করোনা পজেটিভ আসে।
তথ্যটি  নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।  তিনি বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ১৮৫ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

তিনি জানান, এই ২১ জনই সিলেট জেলার। এর মধ্যে বিশ্বনাথ থানাপুলিশের ৭ সদস্য রয়েছেন। এছাড়াও সিলেট কেন্দ্রীয় কারাগারের দুইজন কারারক্ষী ও মহানগর পুলিশের একজন পুলিশ সদস্য আজকের রিপোর্টে পজেটিভ। বাকিরা সিলেট সদর,  ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *