করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসন সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। প্রশাসন সর্বদা সামাজিক দুরুত্ব নিশিচত করতে, বিনা প্রয়োজনে মানুষকে ঘরের বাহিরে আসতে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে।
সকলের সহযোগিতায় এখন পর্যন্ত সাপাহার উপজেলার মানুষকে ভালো রাখতে সক্ষম হয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী বলেন, এ উপজেলা মোট আক্রান্ত ১৩ জন এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন প্রথম আক্রন্ত পল্লী চিকিৎসক। বাকী ১২ জন সুস্থ্যতার পথে, খুব দ্রুত ইনশাল্লাহ সুস্থ্য হয়ে যাবে।
ইউএনও কল্যাণ চৌধুরী আরো বলেন, আমাদের নিজেদের অবহেলার কারনে যেন সাপাহার উপজেলা করোনা ঝুকির মধ্যে না পড়ে। সকলকে অনুরোধ করছি, আসুন সচেতন থাকি, সরকারী নির্দেশনা মেনে চলি ভালো থাকি, সুস্থ্য থাকি।