Home » সাপাহারে আম ব্যবসায়ীদের সাথে পুলিশের মত বিনিময় সভা

সাপাহারে আম ব্যবসায়ীদের সাথে পুলিশের মত বিনিময় সভা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): আম বাজারজাত করন নিয়ে নওগাঁর সাপাহারে আম ব্যবসায়ীদের সাথে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাপাহার থানার আয়োজনে ডাক বাংলো চত্বরে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)।

সভায় বাগান মালিকরা বলেন, কয়েক দিনের মধ্যেই বাজারজাত শুরু হবে চলতি মওসুমের আম। কিন্তু ব্যবসায়ী না আসায় উৎপাদিত আম বিপনন নিয়ে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও চাষিদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টির দাবি করা হয়। ব্যাংক লেনদেন সুবিধা বাড়ানো, নিদৃষ্ট বড় কোন স্থানে হাট বসানো ও অনলাইনে আম বিপননের সুবিধা সৃষ্টির দাবি করেন ব্যবসায়ীরা ও কৃষকরা। সভায় ব্যবসায়ী ও চাষিদের এই দাবিগুলো পূরনে আশ্বাস প্রদান করেন পুলিশ প্রশাসন।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাপাহার আম ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল তরিকুল ইসলাম, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

এবার নওগাঁ জেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন আম।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *