রোববার নতুন করে ১৩ জন যুক্ত হয়ে সিলেটে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৭ জনে। সেই সাথে করোনা আক্রান্তের দিকে সিলেটের অবস্থার থাকলো বিভাগের শীর্ষে। ১৭ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন করে আরো ১৩ টি রিপোর্ট আসে পজেটিভ এবং নেগেটিভ রিপোর্ট আসে ৭৫ টি। সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন। নতুন করোনা আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
একই দিন রোববার সকালে (১১ টা পর্যন্ত) ঢাকায় পাঠানো নমুনা রিপোর্ট থেকে সিলেটে আরো ২৩ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়। রোববার ঢাকার রিপোর্ট আসার পর সিলেট অঞ্চলে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার শতকে পৌছে। রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে সংগৃহিত নমুনা থেকে আরো যুক্ত হওয়ায় বর্তমানে এই সংখ্যা ৪১৩ পৌছে গেলো।
এর আগে শনিবার (১৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় সিলেট জেলার ১৮ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
বার্তা বিভাগ প্রধান