Home » আগামী কাল থেকে লকডাউন ভেঙ্গে সিলেটের হাসান ও হকার্স মার্কেট খােলার ঘোষণা

আগামী কাল থেকে লকডাউন ভেঙ্গে সিলেটের হাসান ও হকার্স মার্কেট খােলার ঘোষণা

আগামী সোমবার (১৮মে) লকডাউন ভেঙ্গে দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছেন হকার্স মার্কেটের ব্যবসায়ীরা । বিশেষ করে হাসান মার্কেটের লকডাউন ভেঙ্গে দোকান খোলার খবর শুনে হতাশা প্রকাশ করেছেন সিলেট ব্যবসায়ী নেতারা । হাসান মার্কেটের ব্যবসায়ীরা বলছেন শহরের অনান্য ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন তা দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা স্বাস্থ্য বিধি মেনে ক্রেতাদের মার্কেটে ঢোকার কথা বলেছেন ।

অভিজ্ঞ মহল বলছেন এটা সিলেট বাসীর জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত।করোনা ভাইরাস সিলেটে যে হারে বাড়ছে অভিলম্বে সব কিছু পুনরায় লকডাউনের অওতায় আনা হোক ।

উলেক্ষ  (৯মে) শনিবার সিলেটের হাসান মার্কেটও বন্ধ রাখার ঘোষণা দেন মার্কেট কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার থেকে হাসান মার্কেট ও হকার্স  মার্কেটের ব্যবসায়ীরা খুলে বসেন দোকানপাট। বৃহস্পতিবার (১৪ মে) পুণরায় মার্কেট দুটি বন্ধের ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *