করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়েই প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের হাসপাতালে কর্মরত সেবিকা (নার্স) ইজমি আহমেদ। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত এবং সিলেটী কন্যা। তবে করোনা তাকে হারাতে পারেনি, এ যুদ্ধে তিনি জয়ী হয়ে আবারও একই ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে যোগ দিয়েছেন নিজ কর্মস্থলে।
জানা গেছে, বার্মিংহামের কমিউনিটি নেতা ও সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা লিটু আহমেদ জুম্মার মেয়ে ইজমি আহমেদ। করোনা মহামারির প্রথম থেকেই তিনি যুক্তরাজ্যের বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।
ইজমি করোনা আক্রান্ত হওয়ার পর ডাক্তারদের পরামর্শমতে পুরো পরিবার নিয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর করোনা জয় করে ইজমি আবারও নেমে পড়েছেন মানবসেবায়, যোগ দিয়েছেন নিজ কর্মস্থল যুক্তরাজ্যের বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতালে।
নির্বাহী সম্পাদক