Home » সিলেট জল্লারপাড়ে ভিক্ষুককে মারধরের প্রতিবাদ করায় প্রবাসির উপর হামলা

সিলেট জল্লারপাড়ে ভিক্ষুককে মারধরের প্রতিবাদ করায় প্রবাসির উপর হামলা

সিলেট নগরীর জল্লারপাড়ে এক আমেরিকা প্রবাসি যুবকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরতর আহত এ প্রবাসিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তার নাম কাওসার আহমদ (২৮)। তিনি বর্তমানে জিন্দাবাজারের জল্লারপাড় রোডের ৪২ নাম্বার (খান হাউজ) বাসায় বসবাস করছেন।

জানা গেছে, আমেরিকা প্রবাসি এ যুবক গত ১০ মার্চ দেশে আসেন। হোম কোয়ারেন্টিন শেষ হওয়ার পর তিনি বর্তমানে মাঝে মধ্যে প্রয়োজনে বাসা থেকে বের হন। মঙ্গলবার ঘুম থেকে উঠে দুপুর ১টার দিকে বাজার করতে বাসা থেকে বের হন জিন্দাবাজারের উদেশ্যে। জল্লারপাড় রোডে বের হওয়ার পর দেখতে পান একই পাড়ার নিয়াজ আহমদ নামের যুবক এক ভিক্ষুক মহিলাকে বেধড়ক পিঠাচ্ছেন। প্রবাসি কাওসার আহমদ ঘটনা দেখতে পেয়ে ভিক্ষুক মহিলাকে মারধর না করার অনুরোধ করেন এতে নিয়াজ প্রবাসির উপর ক্ষেপে গিয়ে অকথ্যভাষায় গালাগাল শুরু করেন।

পরে আমেরিকা প্রবাসি কাওসার আহমদ কিছুক্ষণ পরে নিয়াজের জল্লারপাড় রোডের ৩১ নাম্বার বাসায় (বক্স হাউজ ) গিয়ে তার বাবা আফজল বক্সের কাছে ছেলের গালিগালাজের বিষয়ে অবহিত করেন। বাসা থেকে বের হওয়া মাত্রই প্রবাসি কাওসারের উপর হামলা করে নিয়াজ। তার পিতাকে কেন বিষয়টি জানানো হল এই বলে পার্শ্ববর্তী সেলুন থেকে একটি ক্ষুর এনে পিঠে উপর্যুপরি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে বেশ কয়েকটি সেলাই দেয়ার পর তাকে বাসায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বাসায় রয়েছেন।

সূত্রে জানিয়েছে, ওই ভিক্ষুক মহিলা নিয়াজের বাসার গেটের ভেতরে গিয়ে ভিক্ষা চাওয়ায় সে হামলা করে। করোনার সংক্রমণ হতে পারে বলে বাসার ভেতরে ঢুকার অপরাধে ভিক্ষুক মহিলাকে মারপিঠ করে নিয়াজ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *