Home » সরকারি খরচে আইনগত সহায়তা মিলবে যেসব মামলায়

সরকারি খরচে আইনগত সহায়তা মিলবে যেসব মামলায়

ডেস্ক নিউজ :

দরিদ্র, অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থীর জন্য রয়েছে সরকারি খরচে মামলা চালানোর সুবিধা। এ জন্য প্রণয়ন করা হয়েছে ‘আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’। এই আইনের অধীনে জেলা লিগ্যাল এইড কমিটি এবং সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়।

কারা আইনগত সহায়তা পাবেন
অসচ্ছল বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি যার বার্ষিক গড় আয় সুপ্রিম কোর্টে আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে ১ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যান্য আদালতের ক্ষেত্রে ১ লাখ টাকার বেশি নয়;
কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, কর্মহীন বা বার্ষিক ১ লাখ ৫০ হাজার টাকার বেশি আয় করতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা;
যেকোনও শ্রমিক যার বার্ষিক গড় আয় ১ লাখ টাকার বেশি নয়;
যেকোনও শিশু;
মানবপাচারের শিকার যেকোনও ব্যক্তি;
শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু; (ছ) নিরাশ্রয় ব্যাক্তি বা ভবঘুরে;
যেকোনও উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের লোক;
পারিবারিক সহিংসতার শিকার অথবা সহিংসতার ঝুঁকিতে আছেন এমন যেকোনও সংক্ষুব্ধ ব্যক্তি;
বয়স্ক ভাতা পাচ্ছেন এমন যেকোনও ব্যক্তি;
বিজিডি কার্ডধারী দুঃস্থ মা;
দুর্বৃত্ত দ্বারা এসিড দগ্ধ নারী বা শিশু;
যেকোনও প্রতিবন্ধী;
আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্থন করতে অসমর্থ ব্যক্তি;
বিনাবিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থন করার যথাযথ ব্যবস্থা নিতে আর্থিকভাবে অসচ্ছল;
আদালত কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি এবং
জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল হিসেবে বিবেচিত ব্যক্তি।

জেলা লিগ্যাল এইড অফিসে সরকারি খরচে যেসব আইনগত সহায়তা দেওয়া হয়: ফৌজদারি মামলা: স্ত্রীর বিনা অনুমতিতে স্বামীর পুনর্বিবাহ,শারীরিক নির্যাতন, যৌতুক দাবি বা যৌতুকের জন্য নির্যাতন, এসিড নিক্ষেপ, পাচার, অপহরণ ও ধর্ষণসহ অন্যান্য ফৌজদারি মামলা। দেওয়ানি মামলা: সন্তানের অভিভাবকত্ব, ভরণপোষণ ও দেনমোহর আদায়, বিবাহ বিচ্ছেদ, স্থায়ী নিষেধাজ্ঞা,সম্পত্তি বণ্টন বা বাটোয়ারা, ঘোষণামূলক মামলা, চুক্তিসংক্রান্ত মামলা, সুনির্দিষ্ট কোর্ট ফি নির্ধারিত দেওয়ানি মামলা।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি সরকারি খরচে যেসব আইনগত সহায়তা দেয়:
দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, দেওয়ানি রিভিশন, ফৌজদারি রিভিশন, জেল আপিল, রিট পিটিশন ও লিভ-টু-আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন)। সুপ্রিম কোর্ট লিগ্যাল কমিটির দেওয়া সেবা: আইনগত পরামর্শ, মামলা দায়ের ও পরিচালনা, মামলার গুণাগুণ বিষয়ে বিশেষজ্ঞ মতামত, মামলার আনুষঙ্গিক ব্যয় বহন।

জাতীয় হেল্পলাইন কল সেন্টারের সেবা:
আইনি পরামর্শ, আইনগত তথ্য, কাউন্সিলিং, মামলা/মোকদ্দমা করার প্রাথমিক তথ্য, সরকারি আইনি সেবা সম্পর্কিত যেকোনও পরামর্শ, অভিযোগ দিতে ‘১৬৪৩০’ নম্বরে টোল ফ্রি কল করে সহায়তা পাওয়া যাবে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *