Home » সৌদি আরব বিভিন্ন হাসপাতালে করোনা রোগিদের পাশে কুরআন তেলাওয়াতে স্বাস্থ কর্মীরা

সৌদি আরব বিভিন্ন হাসপাতালে করোনা রোগিদের পাশে কুরআন তেলাওয়াতে স্বাস্থ কর্মীরা

সৌদি আরব বিভিন্ন হাসপাতালে করোনা রোগিদের পাশে বসে কুরআন তেলাওয়াত করছেন স্বাস্থ কর্মীরা,এমন কিছু দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে যায়, ছবিতেই দেখা যাচ্ছে রুগিদের পাশে বসে ডাক্তার এবং নার্সরা পবিত্র কুরআন তেলাওয়াত করছে।

বিষয়টি প্রথম রহস্যময় মনে হলেও এটাই বাস্তব, আল্লাহর কুরআন তেলাওয়াতের মাধ্যমে আছে সেফা, আল্লাহ চাইলে সবাই সুস্থ করে দিতে পারেন, তিনিই একমাত্র সকল ক্ষমতার মালিক, সামন্য একটি ভাইরাসের কাছে গোটা পৃথিবী আজ অসহায়, আল্লাহ আমাদের সবাই কে ক্ষমা করুক।

সামাজিক ও জাতীয় দায়িত্ববোধ থেকে হারামাইন প্রেসিডেন্সির প্রধান প্রফেসর ড. শায়েখ আবদুর রহমান বিন আব্দুল আজিজ আস সুদাইস করোনাভাইরাসে আক্রান্তদের জন্য জমজমের পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন।

শায়েখ সুদাইসের ঘোষণার পর থেকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদেরকে জমজমের পানি সরবরাহ শুরু হয়েছে।

এছাড়া মক্কা ও মদিনা অধিদপ্তরও তাদের নিজস্ব তত্ত্বাবধানে করোনায় আক্রান্ত রোগীদের জন্য জমজমের পানি বিতরণ করছেন।

সম্প্রতি মদিনা সফরকালে সেখানে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের মাঝে জমজমের পানি বিতরণ করেন হারামাইনের প্রেসিডেন্ট শায়েখ সুদাইস।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *