করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঈদুল ফিতরের পাঁচ দিন ছুটিতেও সৌদি আরবজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি থাকবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। রমজান মাসের শেষভাগে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত বলবৎ থাকবে এ কারফিউ। তার আগ পর্যন্ত কেবল মক্কা ছাড়া সৌদি আরবজুড়ে নাগরিকরা স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাইরে চলাফেরা করতে পারবেন, ব্যবসা-বাণিজ্যও চালু থাকবে। মক্কায় এখন পূর্ণ কারফিউ বহাল আছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘এসপিএ’-তে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে।
বার্তা বিভাগ প্রধান