Home » প্রথমবারের মতো করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স করেছে বাংলাদেশী গবেষকরা

প্রথমবারের মতো করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স করেছে বাংলাদেশী গবেষকরা

বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।

এর ফলে ভাইরাসটির গতি প্রকৃতি নির্ণয় করতে পারবেন গবেষকরা। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছে।

বাবা ও মেয়ে ডঃ সেঁজুতি সাহা ও পরিচালক ডঃ সমীর কুমার সাহা

সমীর কুমার সাহা বলেন, জিনোম সিকোয়েন্স ভাইরাসটির গতি-প্রকৃতি ও ধরণ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা দেবে। এর ফলে আমরা জানতে পারবো আমাদের এখানে ভাইরাসটি মোকাবেলায় কোন ধরনের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। তারা বলেন বাংলাদেশে এখন পর্যন্ত ৯ বার করোনা ভাইরাস তার রুপ পরিবর্তন করেছে।

সমীর সাহা বলেন, হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষক ড. সেঁজুতি সাহার নেতৃত্বে ৮ জনের গবেষক দল করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সের কাজ করেছে।

এ বিষয়ে আইইডিসিআর এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা এ এস এম আলমগীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “এ পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসের ১৬ হাজার ৪৫১ টি জিনোম সিকোয়েন্স করা হয়েছে। বাংলাদেশে এবারই প্রথম এ ভাররামের জিনোম সিকোয়েন্স করা হলো।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *