সিলেটের একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে একটু উন্নতির দিকে। তবে তিনি এখনও শামসুদ্দিন হাসপাতালের আইসিউতে আছেন।এর আগে করোনায় আক্রান্ত হলেও তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। তার অবস্থা আগে থেকে ভালো। তাকে ভেন্টিলেশনে নেয়ার প্রয়োজন পড়েনি। ধীরে ধীরে অবস্থার উন্নতি হলেও তাকে আরও ১২/১৩দিন হাসপাতালে থাকতে হবে।
জানা গেছে, ওই বিশেষজ্ঞ চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। অবসরের পর তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে গাইনী বিভাগে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি সিলেট মেডিকেল ইউনিভার্স এর সার্জারি ফ্যাকাল্টি এর ডিনের দায়িত্ব পালন করছে। গত ৪ মে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনা ধরা পড়ে।
এরপরে তিনি নিজ বাসায় চিকিৎসাধিন ছিলেন। কিন্তু গত ১০ মে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার অতিরিক্ত শ্বাসকষ্ট দেখা দিলে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়া হয়।
বার্তা বিভাগ প্রধান