Home » কানাইঘাটে আরও একজন করোনা রোগী শনাক্ত, এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ২

কানাইঘাটে আরও একজন করোনা রোগী শনাক্ত, এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ২

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় আরও একজন কোভিট-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ২।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামের এক আক্রান্ত হয়েছেন।’

‘মঙ্গলবার তার রিপোর্ট পেয়ে প্রশাসন তার বাড়ি লকডাউনের ব্যবস্থা করছে। একই সাথে তাকে আইসোলেশনে নেওয়ার প্রস্তুতিও চলমান রয়েছে।’

এর আগে উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামারতালুক গ্রামের এক ব্যক্তির করোনা পজেটিভ আসলে তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *