সোমবার (১১ মে) উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান। আক্রান্ত রোগী হাসপাতাল এলাকার ৪৫ বছর বয়সী একজন মহিলা বলে জানান তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স।
রোগীর অন্যান্য তথ্য তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি। তবে ওই রোগীকে আইসোলোশনে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান জানিয়েছেন, পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বার্তা বিভাগ প্রধান