বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে চিকিৎসা সংকট নিরসনের দাবিতে চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন জেলা সিভিল সার্জন অফিসের সামনের রাস্তায় স্বাস্থ্য বিধি মেনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিতি ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম সুমন,যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি খাইরুল হাসান, যুব ইউনিয়ন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ….সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেইন সু ।তিনি তার বক্তব্যে,বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের যে করোনা টেষ্টে সরকারের ব্যর্থতা তুলে ধরেন।তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশে যে পরিমাণ টেষ্ট হওয়ার কথা সে পরিমাণ টেষ্ট হয় না।তিনি আরো বলেন সিলেটে করোনা টেষ্ট পর্যাপ্ত পরিমাণ না হওয়ার কারণে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষের জীবন এখন ঝুঁকিতে।সিলেটে যাতে যে পরিমাণ টেষ্ট হওয়ার কথা সেই পরিমাণ টেষ্ট হয় তাহলে সিলেট আর ঝুঁকিপূর্ণ হবে না।
নির্বাহী সম্পাদক