Home » সাপাহারে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত খাইরুল ইসলাম সুস্থ্

সাপাহারে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত খাইরুল ইসলাম সুস্থ্

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি খাইরুল ইসলাম সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
জানা গেছে, গত ২৮ এপ্রিল উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাশপুর গ্রামের পল্লী চিকিৎসক খাইরুল ইসলামের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে সাপাহার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দিক নির্দেশনায় খাইরুল ইসলাম করোনা ভাইরাস রোগ সংক্রান্ত সমস্ত নিয়ম কানুন মেনে চলেছেন। এমনকি সাপাহার, নওগাঁ এবং রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউ তে থাকাকালীন সময়েও তাঁর মানসিক দৃঢ়তা ছিল অত্যান্ত আশাবাদি এবং সে করোনা ভাইরাস প্রতিরোধে সকল নিয়ম কানুন মেনে চলায় আজ ১০ মে সে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন জানান, প্রথম আক্রান্ত খাইরুল ইসলাম করোনা ভাইরাসে যুদ্ধজয়ী হয়ে বাড়ি ফিরে যেতে পারল। রাজশাহী ল্যাবে আবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এতে তার ফলাফল নেগেটিভ আসে। সে এখন সম্পূর্ণ সুস্থ্য। নিয়োমানুযায়ী সে বাড়িতে আবার ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবে বলেও ডা: রুহুল আমিন জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *