করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ঈদুল ফিতরের আগে মার্কেট না খোলার সিধান্ত নেওয়ায় সিলেটের ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটি।
আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন এক যৌথ বিবৃতিতে ব্যবসায়ীদের এ ধন্যবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের ব্যবসায়ীদের মার্কেট বন্ধ রাখার সিধান্তকে আমরা সাধুবাদ জানাই। করোনা সংকট মোকাবেলায় সিলেট মহানগরের ব্যবসায়ীদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে এবং সারাদেশের ব্যবসায়ীদের কাছে তাঁরা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন।
নির্বাহী সম্পাদক