Home » জানেন, রবীন্দ্রনাথের নামে এক ডায়নোসরের নামকরণ হয়েছিল

জানেন, রবীন্দ্রনাথের নামে এক ডায়নোসরের নামকরণ হয়েছিল

ভারতের ইতিহাসে ডায়নোসররে নিদর্শন পাওয়া গিয়েছে একাধিকবার। অনেকেই হয়ত জানেন না যে প্রথম ডায়নোসরের ফসিল মিলেছিল এই ভারতেই। ১৮২৮ সালে সেই ফসিল আবিষ্কার হয়। সেই নিদর্শন পাঠানো হয়েছিল কলকাতা ও লন্ডনেরব মিউজিয়ামে। তবে এবার যে তথ্য সামনে এসেছে, তা বেশ চমকে দেওয়ার মত। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নাকি এক ডায়নোসরের নামকরণ করা হয়েছিল।

সম্প্রতি এমন তথ্য সামনে এনেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক অফিসার প্রবীন কাসওয়ান। ট্যুইটারে সেই তথ্য শেয়ার করেছেন তিনি। লিখেছেন, ‘আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এক ডায়নোসরের নামকরণ হয়েছে?’ তিনি জানিয়েছেন ওই ডায়নোসরের নাম Barapasaurus tagorei. যেটি লম্বায় ১৮ মিটার, ওজন ৭টন। একসময় ভারতের মাটিতে চলাফেরা করত সেটি। ১৯৬০ সালে এই ডায়নোসরের কঙ্কাল উদ্ধার হয় ভারতের আদিলাবাদ জেলা থেকে।

আসলে ডায়নোসরটির প্রজাতির নাম ছিল Barapasaurus. গ্রিক শব্দ থেকে এই নামকরণ হয়। রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষের প্রাক্কালে ওই ডায়নোসরের কঙ্কালটি উদ্ধার হয় বলেই তাঁর নামে নামকরণ হয়। স্বাভাবিকভাবেই প্রবীন কাসোয়ানের দেওয়া এই তথ্যে অবাক অনেকেই। নেটিজেনরা তাঁকে আরও নানা তথ্যে জবাব দিয়েছেন। কেউ কেউ জানিয়েছেন ভারতের গান্ধীনগরে বেশ বড় আকারের এক ডায়নোসরের কঙ্কাল পাওয়অ গিয়েছিল। এমনকি হিমাচল প্রদেশে একটি ফসিল পার্কও রয়েছে। কলকাতা মিউজিয়ামেও ডায়নোসরের অস্তিত্বের কিছু কিছু নিদর্শন রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *