Home » পঞ্চগড় কারাগারে কয়েদী করোনা আক্রান্ত

পঞ্চগড় কারাগারে কয়েদী করোনা আক্রান্ত

পঞ্চগড় জেলা কারাগারে এক কয়েদী করোনা আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। নতুন করে আরো ৫৫ জন কয়েদীর নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কারাগার সূত্রে জানা যায়, ওই বন্দী গত ৩ মার্চ ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে পঞ্চগড় কারাগারে আসেন। এর মধ্যে একবার তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। এছাড়াও আগে থেকেই তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন।

গত ১ মে রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাতেই তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন মধ্য রাতে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে পুলিশি পাহারায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির পরও শ্বাসকষ্ট থাকায় ৩ মে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠান চিকিৎসকেরা।

গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কয়েদীর নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে।পঞ্চগড় জেলা কারাগারের জেলার শফিকুল আলম বলেন, আক্রান্ত কয়েদীকে হাসপাতাল নেওয়া থেকে শুরু করে তার সংস্পর্শে আসা চারজন কারারক্ষীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *