Home » নওগাঁয় দুই দিনে করোনায় আক্রান্ত ৩৬ জন! মোট আক্রান্ত ৫৪ জন

নওগাঁয় দুই দিনে করোনায় আক্রান্ত ৩৬ জন! মোট আক্রান্ত ৫৪ জন

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): গেলো দুই দিনে নওগাঁ জেলায় ২৪৯টি নমুনার ফলাফলে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নার্স এবং ঢাকা নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি রয়েছেন।

৫ মে এবং ৬ মে ঢাকা আইইডিসিআর এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রেরণ করা দুই দিনের রিপোর্টে রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল।

সিভিল সার্জন বলেন, ৫ মে তিন ধাপে ১২৫টি রিপোর্টে ৩২ জন এবং ০৬ মে ১২৪ টি রিপোর্টে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। আক্রান্তদের মধ্যে নিয়ামতপুর উপজেলা, পোরশা উপজেলা, সাপাহার উপজেলার, মহাদেবপুর, বদলগাছী, মান্দা, আত্রাই, রানীনগর, ধামুরহাট ও পত্নীতলা উপজেলার বাসিন্দা। এদের মধ্যে বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত বলে জানান তিনি।

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা দেখে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *