কয়েক শ’ মানুষ কর্তৃক তার বাড়ি ঘেরাও, নারী কাউন্সিলরদের ঘোষিত কর্মসূচিতে যেতে বাঁধা, ঘেরাওকারীদের পক্ষ থেকে তাকে ঘরে অবস্থান করতে বলে হুমকি প্রদান- সবকিছু মিলিয়ে ‘চাপ’ আর দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন সিসিক’র ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি। তাকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় তিনি মহিলা কাউন্সিলরদের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কি-না সে বিষয়ে জানতে মাসুদার কাছে কল করলে তার স্বামী আলী হোসেন কল রিসিভ করে এ প্রতিবেদককে বলেন, দুশ্চিন্তার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ভোর রাতে তার বুকে ব্যথা অনুভূত হয় এবং অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে সিলেট নগরের বেসরকারি হাসপাতাল পার্ক ভিউ মেডিক্যাল কলেজে নিয়ে এসেছি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তার শরীরের কন্ডিশন দেখে তাকে ভর্তি দিয়ে দিয়েছেন।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মহিলা কাউন্সিলর মাসুদা সুলতানা সাকির বাড়ি ঘেরাও করেন ১২ নং ওয়ার্ডের কয়েক শ’ মানুষ। করোনাকালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ত্রাণ কার্যক্রমে মহিলা কাউন্সিলরদের সম্পৃক্ত না রাখার প্রতিবাদে বৃহস্পতিবার (৭ মে) সিলেট নগরভবনের সামনে নারী কাউন্সিলরদের ঘোষিত অবস্থান কর্মসূচিতে যেতে বাধা প্রদানের লক্ষ্যেই মাসুদার বাড়ি ঘেরাও করা হয়।
জানা গেছে- কয়েক শ’ মানুষ কর্তৃক এ ঘেরাওকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিকন্দর আলীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত জুনেল ও সালাম।
এসময় মাসুদা সুলতানাকে ঘেরাওকারীরা বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচিতে না যাওয়ার জন্য এবং বৃহস্পতিবার ঘর থেকে বের না হতে বলা হয়। মাসুদা সুলতানা পুরো বিষয়টি ফেসবুকে লাইভ করেন।
ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর মাসুদা সুলতানার ঘরে সামনে শতাধিক মানুষ উত্তেজিত হয়ে তাকে বৃহস্পতিবারের কর্মসূচিতে যেতে নিষেধ করছেন। এমনকি বৃহস্পতিবার ঘর থেকে বের না হওয়ার জন্য রীতিমতো শাসাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে- মেয়র এবং পুরুষ কাউন্সিলরের সহযোগিতায় ১২ নং ওয়ার্ডের অনেকেই সরকারি ত্রাণ পেয়েছেন। এখন যদি মহিলা কাউন্সিলর মাসুদা কোনো ধরণের আন্দোলনে যান তবে আগামীতে ত্রাণ পাওয়া হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই তারা কাউন্সিলর মাসুদাকে বৃহস্পতিবারের কর্মসূচিতে যেতে মানা করতে এসেছেন।
পরে মাসুদা সুলতানা এবং ঘেরাওকারীদের বাক-বিতণ্ডার এক পর্যায়ে বাড়ির এবং স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে আগতদের সরিয়ে দেয়া হয়। তবে যাওয়ার সময়ও ঘেরাওকারীরা কাউন্সিলর সাকিকে অবস্থান কর্মসূচিতে না যেতে বার বার জোরগলায় নিষেধ করে গেছেন। তবে মাসুদা ঘেরাওকারীদের এ বাঁধা মানবেন না বলে সাফ জানিয়ে দেন এসময়।
গতকাল রাত থেকেই এই ঘেরাওকাণ্ডকে ঘিরে নগরে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সেই ঝড়ে এবার নতুন মাত্রা দিলো মাসুদার অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারটি।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম
বার্তা বিভাগ প্রধান