Home » কার্টুনিস্ট কিশোরের পোস্ট লেখক মুশতাক শেয়ার করায় ২জনই গ্রেপ্তার

কার্টুনিস্ট কিশোরের পোস্ট লেখক মুশতাক শেয়ার করায় ২জনই গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।  রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজ বুধবার সকালে , ‘র‌্যাব-৩ এর একটি দল আটককৃতদের রমনা থানায় হস্তান্তর করেছে।’  মামলার তদন্ত কর্মকর্তা জামশেদুল ইসলাম বলেন, ‘ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে গতকাল নিয়ে আসা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদেরকে আজ আদালতে হাজির করা হবে।’  রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, ‘এই মামলার ১১ জন আসামি। তাদের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন।

সূত্র: দ্য ডেইলি স্টার

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *