শামসুদ্দিন হাসপাতালের আক্রান্তদের মধ্যে ৩ জন সেবিকা, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট ও ১ জন অফিস সহায়ক (এমএলএসএস) রয়েছেন। এ নিয়ে এ হাসপাতালের ৬ জন করোনায় আক্রান্ত হলেন। গত ২৫ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন এ হাসপাতালের আরএমও সুশান্ত মহাপাত্র।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা: হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার সিলেট ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয় ১৮৬ টি। এগুলো পরীক্ষার পর ১২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেটে করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৫ স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে এই হাসপাতালের ৬ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
বার্তা বিভাগ প্রধান