Home » ধান মাড়াই মেশিনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ধান মাড়াই মেশিনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় মোটরসাইকেল ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ওই উপজেলার মিলন বাজার এলাকায় বুড়িমারী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কদমতলা এলাকার আব্দুস ছামাদের পুত্র ও একজন কাপড় ব্যবসায়ী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, রবিউল ইসলাম ও লাভলু হোসেন নামে দুই ব্যক্তি মোটরসাইকেলে কাপড় নিয়ে পাটগ্রামের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা ধান মাড়াই করা একটি মেশিনের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হলে রবিউল ইসলাম ও লাভলু হোসেন দুই জনেই গুরুতর আহত হয়।স্থানীয় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলামের মৃত্যু ঘটে। হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুরল আমিন সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *