গত ২৩ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজের এক ইন্টার্ন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার আরো ১৬ জন আক্রান্ত হয়েছেন।
মেডিকেল কলেজ সুত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল এক ইন্টার্ন চিকিৎসক আক্রান্ত হওয়ার পর মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের ৭৮ জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার তাদের রিপোর্টে ১৬ জনের করোনা পজেটিভ আসে। এদের মধ্যে ১৫ জনই নারী। তবে তাদের মধ্যে কোন উপসর্গ দেখা যায় নি। সকলেই সুস্থ আছেন। আজ মঙ্গলবার আবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
এদিকে, বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে নানা আলোচনা সমালোচনা চলছে। সোমবার রাতে ঐ গ্রুপে গ্রুপে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক লিখেন, ‘৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সাথেই আছে।- অধ্যক্ষ সিওমেক।’
সূত্র: সিলেটভিউ২৪ডটকম
বার্তা বিভাগ প্রধান