অধিভুক্ত বেসরকারি সব কলেজ কর্তৃপক্ষকে শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (৩ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতেও কিছু কলেজ শিক্ষকদের বেতন পরিশোধ করছে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবহিত হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক। এই অবস্থায় নিজ নিজ কলেজকে তাদের শিক্ষকদের বেতন পরিশোধ করার জন্য বলা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বাধ্য হবে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এদিকে, বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেশিরভাগ কলেজগুলোর আয় নেই। সেই কারণেই অর্থের অভাবে তারা বেতন দিতে পারছে না কিংবা দেরি করছে।
নির্বাহী সম্পাদক