দিনাজপুরের হাকিমপুর উপজেলার মশিদপুর গ্রামে প্রভাবশালী এক ব্যক্তি পূর্বশত্রুতার জের ধরে দুটি বাড়ি দুই দিন ধরে অবরুদ্ধ করে রেখেছিলেন। শনিবার (২ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাড়ি দুটি থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, মশিদপুর গ্রামের আমিরুল ইসলাম ওরফে রুবেল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত বুধবার বিকেলে একই গ্রামের মাহাবুব ও আসলামের বাড়ির মূল দরজার সামনে বাঁশ ও বরই গাছের ডাল পুঁতে লোক চলাচল বন্ধ করে দেন। এতে ওই দুই পরিবারের সদস্যরা চরম ভোগান্তিতে পড়েন। শনিবার বিকেলে হাকিমপুরের ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করেন। মাহবুব বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে রুবেল আমার বাড়ির সামনের জমিটি তার বলে দাবি করে আমাকে ভয়ভীতি দেখিয়ে মেইন দরজার সামনে বাঁশ ও বড়ই গাছের কাঁটা দিয়ে আমাদের অবরুদ্ধ করে রাখে। ইউএনও লোক মারফত জানতে পেরে আমাদেরকে উদ্ধার করেন।’
হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বলেন, ‘বিষয়টি মীমাংসা করে দিতে স্থানীয় ইউপি সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে।’
নির্বাহী সম্পাদক