শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম:একটানা ৯ দিনের সরকারি ছুটি কাটাতে সিলেট সহ দেশের বিভিন্ন জাগায় ছাড়ছেন সরকারি চাকরীজীবিরা। এই ছুটি কাটাতে কেউ যাচ্ছে বাড়িতে আবার কেউ কেউ যাচ্ছে বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে।
বৃহস্পতিবার রাত থেকে সিলেট শহর-সহ দেশের রেল স্টেশন, বাসস্ট্যান্ডে ছিলো যাত্রীদের উপচে পড়া ভিড়। আর লম্বা ছুটির ফাঁদে পড়ায় অনেকেই নিদিষ্ট গন্তব্যের টিকিট পাচ্ছেন না বলেও অভিযোগ করছেন যাত্রীরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীচাপ বেশি হওয়ায় অধিকাংশ টিকিট আগেভাগে বিক্রি হয়ে গেছে।
সরকারি ছুটি আজ থেকে টানা ৫ই মে পর্যন্ত। ৯ দিনের এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি ৪দিন, বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস ও শবে বরাতের ছুটিও রয়েছে। এর মধ্যে শুধু সোমবার ও বৃহস্পতিবার ছুটি নিলেই একটানা কাটাতে পারবেন ৯দিনের ছুটি। তাই এই ২ দিনের ছুটি নিয়ে রাজধানী ছাড়ছেন কর্মব্যস্ত নগরের মানুষ।
সরকারি চাকরিজীবী মন্তব্য করেন যে ছুটিতে ভালোই লাগতেছে। আমার পরিবার কে নিয়ে একটু বাইরে ঘুরতে যাচ্ছি।