আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। তবে এ বছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিবসটির সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডারের (আরএসএফ) ২০২০ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক অনুযায়ী আগামী ১০ বছরের মধ্যেই নির্ধারিত হবে সাংবাদিকতার ভবিষ্যৎ। এই সূচক পর্যালোচনা করে দেখা গেছে; যে সংকটগুলো সাংবাদিকদের স্বাধীনতা ক্ষুণ্ন করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বাধা হয়ে দাঁড়ায়, কোভিড-১৯ মহামারির সময়ে তা আরও বেশি করে দৃষ্টিগোচর হচ্ছে। আরএসএফ বলছে, শুভবোধসম্পন্ন মানুষেরা সাংবাদিকদের পাশে না দাঁড়ালে চলমান দশক সংবাদপত্রের ভবিষ্যতের জন্য ভয়াবহ সর্বনাশা হয়ে উঠতে পারে।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকগণ এ দিবসটি পালন করে আসছে।
সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে।
বার্তা বিভাগ প্রধান